স্পোর্টস ডেস্কঃ ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ সালের আসর। আসরকে সামনে রেখে উইকেট নিয়ে আগেভাগেই মনো্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে সামনে রেখে বিসিবির বিভিন্ন ভেন্যুর কিউরেটর ও ম্যানেজারদের সাথে বৈঠকে বসে টেকনিক্যাল কমিটি।
বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। তিনি জানিয়েছেন, এবারের বিপিএলে হবে বিশ্বকাপের মতো উইকেট। এবছরই যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আর সেই আসরকে মাথায় রেখেই বানানো হবে বিপিএলের উইকেট।
উইকেট প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইব যেন এখানে প্রচুর রান হয়। তবে অবশ্যই ব্যাটারদের দক্ষতাও থাকতে হবে, বোলারদের দক্ষতাও থাকবে হবে। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে, যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক আসরগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরা সেরকম চেষ্টা করব।’
মাহবুব আনাম আরও বলেন, ‘এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে, তাতে হয়তো শুরুতে আমরা কিছু সমস্যার মুখোমুখি হবো। আমাদের চেষ্টা থাকবে ভালো উইকেট, যেটা আগামী বিশ্বকাপ সঙ্গে সমতুল্য রেখে একটা উইকেটই বানানোর কথাই ওদের (কিউরেটর ও ভেন্যু ম্যানেজার) বলা হয়েছে। যেন আমাদের ব্যাটার যারা খেলবে তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post