স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড ম্যাচে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববারের ম্যাচে হার্দিককে পাবে না তারা। এর আগে বাংলাদেশ ম্যাচে বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি।
বিসিসিআই জানিয়েছে, ‘ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময়ে বাম গোড়ালিতে চোট পেয়েছেন। স্ক্যানের জন্য এই অলরাউন্ডারকে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রাখবেন। ২০ অক্টোবর দলের সঙ্গে তিনি ধর্মশালায় যাচ্ছেন না। ইংল্যান্ড ম্যাচের আগে লখনৌতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’
বাংলাদেশের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। তার বলে স্ট্রেট ড্রাইভ মারেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে যান হার্দিক। সেই সময় পড়ে যান তিনি। তাঁর পায়ের ওপর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। ওই ম্যাচে আর বল করতে পারেননি তিনি। সেই সময় ওভারের তিন বল বাকি ছিল। বিরাট কোহলি ওই তিনটি বল করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০