স্পোর্টস ডেস্কঃ ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে চার লাতিন দেশ। ইতোমধ্যে এই চার দেশ যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলি শতবর্ষী বিশ্বকাপ আয়োজন করতে চায়।
১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপের একশ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি নিয়ে বড় পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশগুলো। এর আগে, পর্তুগাল, স্পেন ও মরক্কো যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ফিফার কাছে জানায়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) মঙ্গলবার এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেক্সান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে শতবর্ষী বিশ্বকাপের আয়োজক হওয়ার ঘোষণা দেওয়া হয়।
ঐতিহাসিক ওই আসরের স্বাগতিক হতে এই চার দেশকে লড়াই করতে হবে স্পেন ও পর্তুগালের সঙ্গে। আগেই ইউরোপের এই দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দেয়। অবশ্য এই লড়াইয়ে মরক্কো এবং সৌদি আরবও যোগ দিতে পারে।
আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি ১৯৬২ সালে। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি। এদিকে বিশ্বকাপের সবশেষ আসরের একক আয়োজক ছিল কাতার। আর আসন্ন আসর (২০২৬) হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০৩০ বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post