স্পোর্টস ডেস্কঃ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই ব্রাজিল এবারের কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছে। আগামী বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। ‘জি’ গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ক্যামেরুন। এরপর ২৮ নভেম্বর সুইসদের এবং ২ ডিসেম্বর ক্যামেরুনের মোকাবিলা করবে সেলেসাওরা।
বিশ্বকাপের জন্য আগেই ৩২ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেন ব্রাজিলিয়ান কোচ তিতে। কাতার আসার আগে সেই দল ট্রেনিং করে ইতালির তুরিনে। সেখানে পাঁচদিনের অনুশীলন শেষে কাতার এসেছে এবার। শনিবার রাতে দোহায় পৌঁছেছেন নেইমার-রদ্রিগোরা। জানা গেছে রোববার আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিল দল তাদের প্রথম অনুশীলন।
বিশ্বকাপে ফেভারিটদের একটি ব্রাজিল। ১৫ ম্যাচ অপরাজিত (১২ জয় ও ৩ ড্র) থেকে বৈশ্বিক আসর শুরুর অপেক্ষায় তিতের দল। সবশেষ তারা হেরেছিল গত বছরের জুলাইয়ে, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে। এর আগে কাতার আসরের বাছাইপর্বে দারুণ খেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি তারা ছিল অপরাজিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০