স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপ সামনেই। সবকিছু টিক থাকলে সাকিব আল হাসান আরো একটি বিশ্বকাপের দুয়ারে। এই বিশ্বকাপ দিয়ে সাকিব পৌঁছে যাবেন আরেকটি মাইলফলকে। আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে বাংলাদেশের তারকা যে সর্বোচ্চ উইকেটশিকারি। বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চতো বটেই।
সাকিবের সামনে এবার হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড। টি-২০ বিশ্বকাপে প্রথম কোনো বোলার হিসেবে উইকেটশিকারের হাফ সেঞ্চুরি করবেন তিনি। এবারের বিশ্বকাপে তিনটি উইকেট পেলেই সাকিবের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে হয়ে যাবে ৫০টি উইকেট।
৪৭টি উইকেট নিয়ে সাকিব আল হাসান এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। প্রথম ৫০ উইকেট শিকারে সাকিবের আগে যাওয়ার আর কারো সুযোগ নেই। কেননা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে শীর্ষ পাঁচের কেউই নেই এবারের বিশ্বকাপ। সবাই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ৩১টি উইকেট নিয়ে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাকিবকে ছাড়িয়ে যাওয়ার যে সুযোগ নেই তার।
২০০৭ টি-২০ বিশ্বকাপ থেকে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। সবগুলো বিশ্বকাপ খেলা দু’জন ক্রিকেটারের একজন সাকিব। আরেক ভারতীয় তারকা রোহিত শর্মা। সর্বোচ্চ বিশ্বকাপ খেলার তালিকায় শীর্ষে এদু’জন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post