স্পোর্টস ডেস্কঃ আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে আফ্রিদি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি ইভেন্ট যা আমার হৃদয়ের খুব কাছের। প্রথম আসরের সেরা খেলোয়াড় হওয়া থেকে ২০০৯ সালের দ্বিতীয় আসরে শিরোপা জয় করাসহ আমার ক্যারিয়ারের প্রিয় কিছু উল্লেখযোগ্য অর্জন এই টুর্নামেন্টেই।
২০০৯ আসরে শিরোপা ঘরে তোলে পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পথেও বড় অবদান রাখেন আফ্রিদি। বল হাতে এক উইকেট নেওয়ার পর রান তাড়ায় ৪০ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালেও উজ্জ্বল ছিলেন তিনি। ৩৪ বলে ৫১ রানের ইনিংস খেলার পর বোলিংয়ে স্রেফ ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। এই দুই ম্যাচেই সেরার পুরস্কার জেতেন তিনি।
আসন্ন বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে সেই সুখকর মুহূর্তের স্মৃতিচারণ করলেন আফ্রিদি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা, যা আমার হৃদয়ের খুব কাছের। উদ্বোধনী আসরে টুর্নামেন্ট সেরা হওয়া থেকে শুরু করে ২০০৯ সালে ট্রফি উঁচিয়ে ধরা পর্যন্ত, আমার ক্যারিয়ারের প্রিয় কিছু ঝলক এই মঞ্চে খেলার মাধ্যমে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিধি ও শক্তি বেড়েছে। এবারের আসরের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত, যেখানে আমরা আগের চেয়ে আরও বেশি দল, আরও বেশি ম্যাচ এবং আরও নাটকীয় লড়াই দেখতে পাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post