স্পোর্টস ডেস্কঃ সেমিফাইনালের আশা ভালোভাবে বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জিততেই হতো অস্ট্রেলিয়াকে। কিন্তু ভারতের বিপক্ষে জিততে পারলো না তারা। সোমবার রাতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এই হারে আসর থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছে অজিরা।
সেন্ট লুসিয়ায় সোমবার সুপার এইটের ম্যাচে ভারতের জয় ২৪ রানে। ২০৫ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়াকে ১৮১ রানে আটকে দেয় তারা। এই হারে অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালের ভাগ্য আর তাদের হাতে রইল না। এই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হলে কিংবা আফগানিস্তান জিতলে তারা সেমি-ফাইনালে উঠে যাবে। বাংলাদেশ যদি ১৬০ রান করে ৬২ রানে জিততে পারে, তাহলে তারা সেমি-ফাইনালে যাবে। এর চেয়ে কম রানে (আগে ব্যাটিং ধরে) বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া উঠবে সেমি-ফাইনালে।
সোমবার আগে ব্যাট করতে নেমে ঝড় বইয়ে দেন ভারত অধিনায়ক রোহিত। ৫ ওভার শেষে ভারতের রান যখন ১ উইকেটে ৫২, তখন রোহিতের একারই ১৯ বলে ৫০! এভাবেই চলছিল। শেষ পর্যন্ত ১১.২ ওভারে রোহিত যখন আউট হন, ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৭। এর মধ্যে রোহিতের একারই ৪১ বলে ৯২। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ড এখন তাঁর। বিরাট কোহলি (৫ বলে ০) দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের বলে আউট হওয়ার পরই শুরু হয় রোহিত-ঝড়। ঋষভ ১৪ বলে ১৫ রান যোগ করেন। সূর্যকুমার খেলেন ১৬ বলে ৩১ রানের কার্যকরী ইনিংস। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কার শট আসে।
দলের দুর্দান্ত শুরু হলেও শিভাম দুবে ঝড় তুলে খেলতে পারেননি। তিনি ২২ বলে দুই চার ও এক ছক্কায় ২৮ রান যোগ করেন। তবে হার্ডিক পান্ডিয়া ছিলেন মারকুটে মুডে। তিনি খেলেন ১৭ বলে ২৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন মিশেল স্টার্ক। জস হ্যাজলউড দুর্দান্ত বোলিং করেছেন। ঝড়ের মধ্যেও ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন তিনি। প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা যথাক্রমে ৪৮ ও ৪১ রান দিয়েছেন। মার্কো স্টইনিস ২ উইকেট নিলেও ৪ ওভারে ৫৬ রান হজম করেন। রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় তারা। আর্শদীপ সিংয়ের ওভারের শেষ বলে ওয়ার্নারের (৬) ব্যাটের কোনায় বল লেগে স্লিপে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়ে। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন মোটে ৬ রান। তবে ওয়ান ডাউনে নামা অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে দারুণ জবাব দিতে থাকেন ট্রাভিস হেড।
পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ভারতের দেয়া লক্ষ্য দারুণভাবে চেজ করতে থাকা অজিরা ধাক্কা খায় নবম ওভারের শেষ বলে। কুলদীপ যাদবের বলে বাউন্ডারিতে ধরা পড়েন মার্শ। দুর্দান্ত এক ক্যাচে বিদায়ের আগে ২৮ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৭ রান করেন মার্শ। ক্রিজে এসেই ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করেন ম্যাক্সওয়েল। প্রথম দুই বলেই হাঁকান চার ও ছয়। কিন্তু ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। কুলদীপ যাদবকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার রান তখন ১৩.১ ওভারে ১২৮। আউট হওয়ার আগে ১২ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রান করেন ম্যাক্সওয়েল। পরের ওভারে ২ রান করা স্টয়নিসকে ফেরান অক্ষর প্যাটেল। ফলে বিপদে পড়ে যায় অজিরা। শেষ চার ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৫৮ রান। তবে উইকেটে হেড টিকে থাকায় সম্ভাবনা টিকে ছিল অজিদের।
তবে ভারতের দারুণ বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করতে করতে উইকেট দিতে থাকে অজিরা। দুর্দান্ত বুমরাহ এসে তুলে নেন হেডকে। ৪৩ বলে ৯ চার ও ৪ ছয়ে ৭৬ রান করেন হেড। পরের ওভারে ম্যাথিউ ওয়েডকে তুলে নেন আর্শদীপ। টিম ডেভিড ও প্যাট কামিন্স শেষ দিকে চেষ্টা করেছেন বেশ। কিন্তু তা যথেষ্ট ছিল না। ভারতের পক্ষে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আর্শদীপ। কুলদীপ ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। জাসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৯ ও অক্ষর প্যাটেল ৩ ওভারে ২১ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post