স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের আগেও ছিলেন না ফর্মে। তবে বিশ্বকাপেই ছন্দে ফিরেন পেসার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংও করেন তিনি। দারুণ বোলিং করে নজড় কেড়েছেন এই পেসার। বিশ্বকাপের আয়োজক দেশের জনপ্রিয় গণমাধ্যমের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার গণমাধ্যম ক্রিকেটডটকমএইউ বেছে নিয়েছে বিশ্বকাপের সেরা একাদশ। যেখানে মুস্তাফিজ ছাড়াও আছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদী, প্রোটিয়া এনরিক নরকিয়ারা। বিরাট কোহলি, জস বাটলার, অ্যালেক্স হেলসরাও আছেন গণমাধ্যমটির সেরা একাদশে।
ক্রিকেটডটকমএইউ’র নির্বাচকেরা সেরা একাদশে সর্বাধিক ক্রিকেটার রেখেছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তিন ইংলিশ ক্রিকেটার সুযোগ পেয়েছেন দলে। এরপর পাকিস্তান ও ভারতের দু’জন করে ক্রিকেটারকে রাখা হয়ে একাদশে। বাংলাদেশ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন সেরা একাদশে।
ক্রিকেটডটকমএইউ’র সেরা একাদশ:: জস বাটলার, অ্যালেক্স হেলস, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, মুস্তাফিজুর রহমান, এনরিক নরকিয়া ও শাহীন শাহ আফ্রিদী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0