স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে উড়েছে ভারত। ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত থাকা দলটি শেষ পর্যন্ত কাঁদলো। বিরাট কোহলিরা পুরো টুর্নামেন্টে দলকে টানলেও ফাইনাল জেতাতে পারলেন না। বিশ্ব চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।
দল ফাইনাল হারলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটার ৭৬৫ রান করেছেন ব্যাট হাতে। করেছেন একাধিক সেঞ্চুরি। আছে একটি উইকেটও। ফাইনাল শেষে তাই তার হাতেই উঠেছে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।
ব্যাটার কোহলি বলও করেছেন। বিশ্বকাপের মঞ্চেও শিকার করেছেন একটি উইকেট। আহমেদাবাদে ফাইনাল হারের পর তিনিই হয়েছেন সেরা খেলোয়াড়।
ভারতকে কাঁদিয়ে ফাইনাল সেরা হয়েছে টার্ভিস হেড। এই সেঞ্চুরিয়ানের ব্যাটে স্বাগতিকদের দেওয়া ২৪১ রানের টার্গেট ৪২ বল হাতে রেখে চার উইকেট হারিয়ে টপকে গেছে অজিরা। ষষ্ঠবারের মতো জিতেছে বিশ্বকাপ।
ঘরের মাঠে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ভারত। গ্রুপ পর্বে তাদেরকে হারাতে পারেনি কেউই। টানা ১০ ম্যাচ জেতা দলটি হারলো ফাইনালে। স্বপ্নের শিরোপা বিসর্জন দিলো ঘরের মাঠে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০