বিশ্বকাপের ১০ ভেন্যু চূড়ান্ত, বাদ পড়ল সাবিনা পার্ক

0
44

স্পোর্টস ডেস্কঃ ২০২১ সালের নভেম্বরে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে মনোনীত করে আইসিসির পরিচালনা পরিষদ। বিভিন্ন দিক বিবেচনা করে ব্যাপক মুল্যায়নের মাধ্যমে টুর্নামেন্টের জন্য প্রথমে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু চুড়ান্ত করা হয়েছে। এরপর ক্যারিবিয়ান দ্বীপের আরও ৭ ভেন্যুকে চূড়ান্ত ভেন্যু তালিকায় যোগ করেছে আইসিসি। তবে বিশ্বকাপ আয়োজন থেকে বাদ পড়েছে জামাইকার সাবিনা পার্ক।

উইন্ডিজের ৭টি ভেন্যু- অ্যান্টিনা অ্যান্ড বারমুডা, বারবাডোস, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইনস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোর মধ্যে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে অনুষ্ঠিত হবে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস ভেন্যু চূড়ান্তের ব্যাপারে জানান, ‘আমরা আনন্দের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য সাতটি ক্যারিবিয়ান ভেন্যুর নাম ঘোষণা করছি। সবগুলো ভেন্যুই জনপ্রিয়। ওয়েস্ট ইন্ডিজে এটা তৃতীয় আইসিসি ইভেন্ট, এই বিশ্বকাপের ম্যাচগুলো সমর্থকদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট উপভোগের অন্য রকম অভিজ্ঞতা দেবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here