বিশ্বকাপের ৩২তম দল হিসেবে কাতার পৌঁছেছে ব্রাজিল

0
112

স্পোর্টস ডেস্কঃ সবশেষ ২০০২ সালে ব্রাজিল ঘরে তুলেছিল রেকর্ড পঞ্চম বিশ্বকাপ শিরোপা। পরের চার আসরেও ফেভারিট হয়ে পা রাখে তারা। তবে প্রতিবারই ফিরতে হয় খালি হাতে। এবার ভাগ্য বদলাতে মরিয়া ‘সেলেসাওরা’। হেক্সা জয়ের মিশন নিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে শনিবার রাতে কাতার পৌঁছেছে নেইমার-রদ্রিগোরা।

ইতালির তুরিন থেকে যাত্রা করে কাতারের স্থানীয় সময় মধ্যরাতে ব্রাজিলিয়ান দলকে বহনকারী ফ্লাইটটি দোহা বিমানবন্দরে অবতরণ করে। বিশ্বকাপের ৩২ দলের ৩১টি আগেই কাতার পৌঁছেছে। বাকি ছিল কেবল ব্রাজিল। এবার তারাও যোগ দিল দোহায়।

বিশ্বকাপে ফেভারিটদের একটি ব্রাজিল। ১৫ ম্যাচ অপরাজিত (১২ জয় ও ৩ ড্র) থেকে বৈশ্বিক আসর শুরুর অপেক্ষায় তিতের দল। সবশেষ তারা হেরেছিল গত বছরের জুলাইয়ে, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে। এর আগে কাতার আসরের বাছাইপর্বে দারুণ খেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি তারা ছিল অপরাজিত।

ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থেকেই ব্রাজিল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে। আগামী বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। ‘জি’ গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ক্যামেরুন। এর আগে ৩২ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেন ব্রাজিলিয়ান কোচ তিতে। কাতার আসার আগে সেই দল ট্রেনিং করে ইতালির তুরিনে। সেখানে পাঁচদিনের অনুশীলন শেষে কাতার এসেছে এবার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here