বিশ্বকাপের ৫ স্টেডিয়াম সংস্কারে ৫০০ কোটি রূপি খরচ করবে বিসিসিআই

0
65

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরে ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ভারতে। সব ঠিক থাকলে আগামী অক্টোবরে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসরের। বিশ্বকাপ আয়োজনকে ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

যারই অংশ হিসেবে বিশ্বকাপের পাঁচ ভেন্যুর সংস্কার কাজে হাত দিচ্ছে বিসিসিআই। আর সেই পাঁচ ভেন্যু হলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম ও মোহালির স্টেডিয়াম।

এই পাঁচ ভেন্যুর সংস্কার কাজ করতে প্রায় ৫০৩ কোটি রুপি খরচ হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৬৫০ কোটি টাকারও বেশি। পিটিআইয়ের তথ্যমতে এর মধ্যে সর্বোচ্চ ১২৭ কোটি ৪৭ লাখ রুপি খরচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সের সংস্কারে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পেছনে দ্বিতীয় সর্বোচ্চ ১১৭ কোটি ১৭ লাখ রুপি খরচ হবে।

আর বাকি তিন ভেন্যু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১০০ কোটি রুপি, মোহালিতে ৭৯ কোটি ৪৬ লাখ রুপি ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭৮ কোটি ৮২ লাখ রুপি খরচ হবে সংস্কার করতে। সংস্কার কাজের বেশিরভাগ অর্থই ব্যয় হবে দর্শকদের ওয়াশরুম, চেয়ারসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে। তবে কোনো স্টেডিয়াম কর্তৃপক্ষ যদি ছাদ তৈরি করতে চায়, তাহলে সেই ব্যয় আরও বাড়তে পারে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here