বিশ্বকাপের ৮ অধিনায়ক, সেরা ধনীদের তালিকায় রোহিতের পরে দ্বিতীয় সাকিব

0
94

স্পোর্টস ডেস্ক:: আগামি মাসেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপে। বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ৮ দেশের অধিনায়কদের মধ্যে সম্পদের দিক দিয়ে সবচেয়ে ধনী ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের এই তারকা ক্রিকেটারের পরপরই দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

সেলিব্রেটিদের সম্পদের হিসেব নিয়ে গবেষণা করে ‘সিএ নলেজ’ নামক একটি প্রতিষ্ঠান। তারাই আগামি বিশ্বকাপে অংশ নেওয়া অধিনায়কদের সম্পদের তালিকা তৈরি করেছে। তাদের প্রতিবেদনেই উঠে এসেছে সম্পদশালী অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান।

ধনী অধিনায়কদের তালিকায় সবার উপরে থাকা ভারতের অধিনায়ক রোহিত শর্মার সম্পদের পরিমাণ বাংলাদেশী মুদ্রায় ২৪৩ কোটি টাকা। বাংলাদেশ অধিনায়ক সাকিবের সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোহিত ও সাকিবের পরে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার, চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তালিকায় আছে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ছয়ে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। সাতে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

তিনে থাকা ইংল্যান্ডের অধিনায়ক বাটলারের সম্পদের পরিমান ১০১ কোটি টাকা। চারে থাকা অ্যারন ফিঞ্চের সম্পদ ৮১ কোটি টাকা। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সম্পদের পরিমান ৬৫ কোটি টাকা, প্রোটিয়া অধিনায়ক টেম্বার সম্পদ ৫২ কোটি টাকার। সাতে থাকা বাবর আজমের সম্পদ ৪০ কোটি টাকার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here