স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপে খেলবে তিউনিসিয়া। ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের সঙ্গী হয়ে ‘ডি’ গ্রুপে আছে দলটি। তবে তাদের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সতর্ক বার্তা পাঠিয়েছে দেশটিকে।
দেশটির ফুটবল ফেডারেশনে তিউনিসিয়া সরকার হস্তক্ষেপ করতে পারে। ক’দিন থেকে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী দেগুইচে কয়েকটি ক্রীড়া ফেডারেশনে হস্তক্ষেপ করেছেন। ফুটবল ফেডারেশন নিয়েও তীর্যক মন্তব্য করেছেন। যা এসেছে ফিফা পর্যন্ত।
এরপর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তিউনিসিয়া ফুটবল ফেডারেশনকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে। জানিয়েছে, স্বাধীন ভাবে তাদেরকে কাজ করতে হবে। যদি সরকারি কোনো হস্তক্ষেপ হয় তবে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।
শনিবার বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ফিফাও চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থাটিকে। চিঠিতে ফিফা তাদের নিয়মাবলী স্মরণ করিয়ে দিয়েছে তিউনিসিয়ার ফুটবল ফেডারেশনকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০