নিজস্ব প্রতিবেদকঃ আজ বিকেলে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশের বিশ্বকাপ দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গোয়াহাটিতে গিয়ে পৌঁছাবে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
এদিকে অনেক জল্পনা-কল্পনা আর বিতর্কের শেষ করে অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার রাতে ঘোষিত দলে তামিম ইকবালের থাকা বা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশের ক্রিকেটে।
বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দল আজ গোয়াহাটি পৌঁছে বিশ্রাম নেবে। বাংলাদেশের ক্রিকেটাররা বৃহস্পতিবার আসামের বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। এরপর ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post