স্পোর্টস ডেস্কঃ ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে। তিন দিনের ভ্রমণে এসেছে সেই ট্রফি। দ্বিতীয় দিনে মঙ্গলবার, ট্রফি রাখা হয় মিরপুরের হোম অব ক্রিকেটে। যেখানে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।
সকাল ৯টায় বিসিবি প্রাঙ্গনে আসে বিশ্বকাপ ট্রফি। ছবি তোলার সুযোগ পান ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা। মিরপুরের নির্ধারিত আয়োজনে মঞ্চে সোনালী ট্রফিটি উঠেছে মুশফিকুর রহিমের হাত ধরে।
ড্রেসিংরুম থেকে মুশফিক যখন ট্রফিটা নিয়ে এলেন, তার আগেই মঞ্চে আসেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। তাদের সারিবদ্ধভাবে দাঁড় করান ম্যানেজার নাফিস ইকবাল। শের-ই-বাংলা স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে মুশফিক ট্রফি রাখেন।
বিশ্বকাপ ট্রফির সাথে দলীয় এবং ব্যক্তিগতভাবে ছবি তুলেন মুশফিক। এসময় মিস্টার ডিপেন্ডেবল কথা বলেছেন টুর্নামেন্টে নিজেদের প্রত্যাশা নিয়ে। এবারের আগে টানা চারটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে মুশফিকের। ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা মুশফিক এবার ভালো ফলাফলে ছাড়িয়ে যেতে চান আগের আসরগুলো থেকে।
মুশফিকুর রহিম বলেন, ‘অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কাগজে কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমি অনেক ভাগ্যবান যে সবশেষ ৪টি বিশ্বকাপ খেলেছি। এ বছরও চাইবো যে আগের ৪টি বিশ্বকাপের চেয়ে অনেক অনেক ভালো ফলাফল করতে। আমাদের সেই সামর্থ্য আছে, সেই বিশ্বাস আছে। সবকিছুই নির্ভর করবে কীভাবে আমরা নির্দিষ্ট দিনে খেলি।’
মূশফিকুর রহিম আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো আমরা যেন ভালোভাবে শুরু করি। আমরা যেহেতু অভিজ্ঞ দল, গত চার-পাঁচ বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা তো করাই যায় ভালো একটি ফলাফল করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা