স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে অবস্থান করছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। টাইগারদের হতশ্রী পারফরম্যান্সে বিশ্বকাপ যাত্রা সুখকর হবে কি-না সেই প্রশ্ন জেগেছে।
যদিও এবারের বিশ্বকাপ নিয়ে সব ক্রিকেটারই আশার বাণী শুনিয়েছেন দেশ ছাড়ার আগে। ব্যতিক্রম নন তাওহীদ হৃদয়ও। দেশ ছাড়ার আগে জানিয়েছেন, অন্তত সেমি ফাইনাল খেলতে চান বিশ্বকাপে। বিসিবি সেই ভিডিও বার্তা প্রকাশ করেছে রোববার। যুব বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার জানিয়েছেন, ব্যক্তিগতভাবে নিজের পারফরম্যান্সের চেয়ে দলের সাফল্যটাই সবার আগে দেখতে চাইবেন তিনি।
হৃদয় বলেন, ‘এবারের বিশ্বকাপে নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। আমি চাই দল যেন ভালো করে। আমার জায়গা থেকে অবশ্যই নিজের সেরাটা দিয়ে অবদান রাখার চেষ্টা করব। আমি চাই আমার দল কমপক্ষে সেমিফাইনাল খেলুক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

































Discussion about this post