স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলার নারীরা। অসাধারণ এই জয় দলটির জন্য নতুন ইতিহাস। উড়ন্ত এক শুরু পেল জুনিয়র টাইগ্রেসরা। প্রথম ম্যাচেই বাজিমাত করলো দল।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই অজিদের চেপে ধরে বাংলাদেশ। দলীয় ২২ রানের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে দেয় প্যাভিলিয়নে। শেষ দিকে কিছুটা রান আসলেও, নিজেদের লাগামের মধ্যেই লক্ষ্য রাখতে পারে বাংলার নারীরা। মূলত তৃতীয় উইকেটে ক্লেইর মুরে ও ইলা হায়ওয়ার্ডের ৭৬ রানের জুটি অজিদের লড়াকু পুঁজি ভিত করে দেয়।
ষষ্ঠ উইকেটে এমি স্মিথ ও অধিনায়ক ম্যাকেনার ১২ বলে ২৮ রানের ঝড়ো অবিচ্ছিন্ন জুটিই সহায়তা করে অস্ট্রেলিয়াকে লড়াকু পুঁজি এনে দিতে। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৭ বাউন্ডারিতে ৫২ রান করেন ক্লেইর। ৩৯ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ রান করেন ইলা। আর এমি ১৬ ও ম্যাকেনা ১২ রানের ছোট ক্যামিও খেলে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৪ ওভারে ২৯ রান খরচায় ২ উইকেট ও অধিনায়ক দিশা বিশ্বাস ৩ ওভারে ২৫ রান খরচায় ২ উইকেট লাভ করেন। রাবেয়া খান ১ উইকেট লাভ করেন।
১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের একেবারে প্রথম বলে ‘গোল্ডেন ডাক’ মেরে বিদায় নেনে মিষ্টি রানী সাহা। তবে দ্বিতীয় উইকেটে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৬৬ রানের জুটি গড়ে তুলেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও টপ অর্ডারে নামা দিলারা আক্তার। দিলারার বিদায়ে ভাঙে দশ ওভার স্থায়ী সেই জুটি। প্যাভিলিয়নে ফেরার আগে ৪২ বলে ৭ বাউন্ডারিতে ৪০ রান করেন দিলারা।
দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন আফিয়াও। এই ওপেনার ২২ বলে ২টি করে বাউন্ডারি ও ছক্কার মারে করেন ২৪ রান। পাঁচ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখানে থেকে অসাধারণ ব্যাটিং করেন স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। দুজনের অবিচ্ছিন্ন ৬১ রানের দারুণ জুটিতে ভর করেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। দুই ওভার বাকি থাকতেই দলের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। স্বর্ণা ১৮ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৩ রান ও সুমাইয়া ২৫ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রান করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার হয়ে দুই ওভারে ৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন কোল এইন্সওর্থ। অধিনায়ক ম্যাকেনা লাভ করেন ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post