বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তানের লড়াই

0
56

স্পোর্টস ডেস্কঃ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় চলছে আসর। সেই আসরে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বিশ্বমঞ্চে দুই দেশের লড়াই দেখা ছাড়া, আর কোনো ব্যবস্থা নেই এখন। এর আগে পুরুষ দল নেমেছিল, এবার নারী দল মুখোমুখি হচ্ছে।

গ্রুপ-২’র ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ। কেপ টাউনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে দুই দলই আসরে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে। এটিই প্রথম ম্যাচ হতে যাচ্ছে দুই দলের জন্য। নিশ্চিতভাবেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুই দল। জয় ব্যতীত আর কিছুই পরিকল্পনা করছে না তারা। এর বাইরে চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ায়, বাড়তি উত্তেজনাও কাজ করছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here