স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শক্তি বাড়িয়ে নিল আফগানিস্তান। দলটি নিজেদের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ডোয়াইন ব্রাভোকে। আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে। তাই ক্যারিবিয়ান কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে, সেখানকার যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করে ব্রাভোকে কাজে লাগাবে আফগানরা। একইসাথে টি-টোয়েন্টি ফরম্যাটের কিংবদন্তি ব্রাভো। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন ক্রিকেট খেলে। সাবেক এই বোলিং অলরাউন্ডার এখন কোচিং পেশায় মনোনিবেশ করেছেন। এবার তাই ব্রাভোকে নিজেদের ঢেরায় নিয়ে এল আফগানরা।
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৬২৫ উইকেট শিকার ব্রাভোর দখলে। এর বাইরেও প্রায় সাত হাজার রান করেছেন ব্যাট হাতে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন তিনি। ২০২১ সাল পর্যন্ত নিয়মিত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। সব মিলিয়ে এই কিংবদন্তির অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আফগানিস্তান দল।
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে আফগানিস্তান। যেখানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। এই গ্রুপের সবগুলো ম্যাচই হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post