স্পোর্টস ডেস্ক:: সামনেই বিশ্বকাপ ফুটবল। ফুটবল প্রেমীরা প্রস্তুুতি নিচ্ছেন বিশ্বকাপ আনন্দে মেতে উঠার। স্কুলের শিক্ষার্থীরা স্কুলে বসে বড় পর্দায় দেখতে পারবেন আর্জেন্টিনার বিশ্বকাপের ম্যাচগুলো। কাতার বিশ্বকাপে মেসির দল খেলবে গ্রুপ ‘সি’তে।
২২ নভেম্বর সৌদী আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টাইনদের বিশ্বকাপ যাত্রা। আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেইমি পেরসিক জানিয়েছেন, জাতীয় দলের সবগুলো ম্যাচে স্কুলে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হবে। আর্জেন্টাইন স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে বসে দেখতে পারবেন বিশ্বকাপের ম্যাচ।
আর্জেন্টাইন অধিনায়কের শেষ বিশ্বকাপ হতে পারে কাতার। পড়ন্ত বেলায় লিওনেল মেসি। ইতিমধ্যে তিনি জাতীয় দলের জার্সিতে শিরোপা খরা কাটিয়েছেন। কোপা আমেরিকার জয়ের পর ফাইনালিসিমাও জিতিয়েছেন আর্জেন্টিনাকে। অধরা বিশ্বকাপ ট্রফিও এবার ছুঁতে চান এই ফুটবল জাদুুকর।
বিশ্বকাপের ম্যাচগুলো স্কুলে দেখানো জরুরী জানিয়ে আর্জেন্টাইন শিক্ষামন্ত্রী জেইমি পেরসিক বলেন, ‘ আর্জেন্টিনায় ছেলেরা বিশ্বকাপের ম্যাচ দেখতে চায়। ম্যাচগুলো স্কুলে দেখানো জরুরী, এগুলোকে তাদের নৈতিক শিক্ষা এবং সাংস্তৃিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গণ্য করতে হবে।’
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা চির প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কোপা চ্যাম্পিয়নরা ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমার শিরোপাও জিতে। প্রায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপের অপেক্ষায় থাকা আর্জেন্টিনা কাতারে জিততে চায় তৃতীয় বিশ্বকাপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০