বিশ্বকাপে আলো ছড়ানো বোল্ট-হেলসরা খেলবেন আইএল টি-টোয়েন্টিতে

0
370

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নতুন টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম আসর। ছয় দলের ৩৪ ম্যাচের লড়াই হবে সেখানে। আসরে মাঠ মাতাবেন এক ঝাঁক তারকা ক্রিকেটাররা। যারা কিনা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন

ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৪৭ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের জার্সিতে মাঠ মাতাবেন তিনি। হেলসের ইংল্যান্ড দলের সতীর্থ মঈন আলি, ডেভিড মালান, ক্রিস ওকস শারজাহ ওয়ারিয়র্সে, ক্রিস জর্ডান গালফ জায়ান্টসের হয়ে মাঠ মাতাবেন। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে দারুণ বোলিংয়ে ২৭ রানে ২ উইকেট নেন জর্ডান।

আইএল টি-টোয়েন্টিতে খেলার ব্যাপারে ওকস বলেন, ‘শারজাহ ওয়ারিয়র্সের অংশ হতে পেরে আমি আনন্দিত। মাঠে নামার জন্য আমার তর সইছে না। আমাদের দল ও টুর্নামেন্টের জন্য সময়টা এখন উত্তেজনার।’

মালান বলেন, ‘আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।’

প্রথম আসরে এমআই এমিরেটসের জার্সি গায়ে জড়াবেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। বিশ্বকাপে ১৮.৫০ গড়ে পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়ে নিজ দেশকে সেমিফাইনালে তুলতে অবদান রাখেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের অধিনায়কত্ব করা মোহাম্মদ নবি খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। একই দলে খেলবেন তার জাতীয় দলের দুই সতীর্থ নাভীন উল হক ও রহমানউল্লাহ গুরবাজ। ফজল হক ফারুকী ও নজিবউল্লাহ জাদরান খেলবেন এমআই এমিরেটসের হয়ে। মুজিব উর রহমান ও হযরতউল্লাহ জাজাইকে দেখা যাবে দুবাই ক্যাপিট্যালস দলে।

এদিকে নেদারল্যান্ডসের তারকা অলরাউন্ডার বাস ডি লিড খেলবেন এমআই এমিরেটসে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। ডি লিডের সতীর্থ ফ্রেডরিক ক্লাসেন দুবাই ক্যাপিট্যালস এবং ব্র্যান্ডন গ্লোভার খেলবেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে।

আইএল টি-টোয়েন্টির প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজ থেকেও এক ঝাঁক ক্রিকেটার খেলবেন। আকিল হোসেন ও রেইমন রেইফার খেলবেন আবুধাবি নাইট রাইডার্সে। রোভম্যান পাওয়েল দুবাই ক্যাপিট্যালসে, এভিন লুইস শারজাহ ওয়ারিয়র্সে, শেলডন কটরেল ডেজার্ট ভাইপার্সে এবং নিকোলাস পুরান খেলবেন এমআই এমিরেটসের হয়ে।

শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটাররাও থাকছেন আইএল টি-টোয়েন্টিতে। দুবাই ক্যাপিট্যালসে খেলবেন দাসুন শানাকা, দুশমন্ত চামিরা ও ভানুকা রাজাপকসে। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ডেজার্ট ভাইপার্স ও চারিথ আসালাঙ্কা আবুধাবি নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়াবেন।

জিম্বাবুয়ে, নামিবিয়া, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের খেলোয়াড়দেরও দেখা যাবে আইএল টি-টোয়েন্টির প্রথম আসরে। জিম্বাবুয়ে ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা নাম লিখিয়েছেন দুবাই ক্যাপিট্যালসে। নামিবিয়ার জোনাথন স্মিত শারজাহ ওয়ারিয়র্সে, রুবেন ট্রাম্পম্যান ডেজার্ট ভাইপার্সে ও ডেভিড ভিসে রয়েছেন গালফ জায়ান্টস দলে। আয়ারল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার পল স্টার্লিং খেলবে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। স্কটল্যান্ডের জর্জ মুনসি দুবাই ক্যাপিট্যালস ও ব্র্যাড হোয়েল এমআই এমিরেটসে নাম লিখিয়েছেন।

আইএল টি-টোয়েন্টিতে বিশ্বের নানার দেশের তারকা ক্রিকেটাররা নাম লেখানোয় উচ্ছ্বসিত আমিরাত ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানো খেলোয়াড়দের আইএল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ প্রমাণ করে যে, এই টুর্নামেন্টের খেলোয়াড় তালিকা কতটা শক্তিশালী। আমি নিশ্চিত এসব ক্রিকেটাররা আইএল টি-টোয়েন্টিতে খেলার সময়ও দর্শকদের সর্বোচ্চ বিনোদন দেবেন। আমরা লিগ কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীদাররা টুর্নামেন্ট শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

২০২৩ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করতে যাওয়া আইএল টি-টোয়েন্টি এরই মধ্যে আইসিসির কাছ থেকে কয়েক বছরের অনুমোদন পেয়ে গেছে। দুবাই, আবুধাবি ও শারজাহর বিশ্বমানের সুবিধাদি সম্পন্ন মাঠে হবে টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ। আবুধাবি নাইট রাইডার্স, ডেজার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিট্যালস, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলবেন ৮৪ জন বিদেশি ও ২৪ জন আরব আমিরাতের খেলোয়াড়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here