বিশ্বকাপে আশানুরূপ ফল না পেলেও, খারাপ খেলিনিঃ রোহিত শর্মা

0
17

স্পোর্টস ডেস্কঃ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার চাপ ছিল ভারতের ওপর বেশ। বিশেষ করে ২০০৭ সালের পর থেকে জেতা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনকি ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর কোনো বৈশ্বিক শিরোপাই জেতা হয়নি দলটির। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনাল থেকে পড়তে হয়েছে বাদ।

যার ফলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আশার স্বপ্ন বুনেছিল ভারতীয়রা। তবে সেই স্বপ্ন সত্যি করতে পারেননি ক্রিকেটাররা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে হার, নিউজিল্যান্ডের কাছে হার সেমি-ফাইনাল লড়াই থেকে ছিটকে দেয় ভারতকে। এরপর কম সমালোচনা সহ্য করতে হয়নি দলটিকে।

সব সমালোচনাকে পাশ কাটিয়ে এবার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করেছে ভারত। দর্শকেরও চোখ সেদিকে। বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে প্রস্তুত করছে ভারত। এই নিয়ে উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও প্রশ্ন শুনতে হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে।

সেখানে রোহিত জানিয়েছেন, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফর্মেন্সের কথা। তিনি জানান, দল প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারেনি ঠিকই। তবে খারাপও খেলেনি। রক্ষণাত্বক ভঙ্গিমায়ও খেলেনি। প্রশ্ন তুলেছেন, যদি ভয়ে ভয় খেলতেন, তাহলে বাকি ম্যাচগুলো জিতলেন কী করে!

রোহিত বলেন, ‘বিশ্বকাপে যে ফল আশা করেছি, সেটা পাইনি। এর মানে এটা নয় যে আমরা খারাপ খেলেছি। এটাও মানব না যে, আমরা রক্ষণাত্বক হয়ে পড়েছিলাম।’

‘বিশ্বকাপে দুই-একটি ম্যাচ হেরেছি মানে এই নয় আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। বিশ্বকাপের আগে আমরা ৮০ শতাংশ ( মূলত ৭১ শতাংশ) ম্যাচ জিতেছি। আমরা যদি ভয় পেয়ে খেলতাম, তাহলে সেই ম্যাচগুলো জিতলাম কী করে?’ যোগ করেন রোহিত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here