স্পোর্টস ডেস্কঃ নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড-বধের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু উল্লাসটা করতে দেননি হিদার নাইট। বাংলাদেশের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ান ইংলিশ ব্যাটার। একপর্যায়ে জয়ের জন্য ৪ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৭৬ রান। কিন্তু সেখান থেকেই তাঁরা ম্যাচটা জিতে নিয়েছে চার্লি ডিনের সঙ্গে নাইটের ৭৯ রানের জুটিতে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার রুবাইয়া হায়দার (৪) এবং অধিনায়ক নিগার সুলতানা (০) দ্রুত বিদায় নিলে ২৫ রানের মধ্যেই ২ উইকেট হারায় দল। সেই পরিস্থিতি থেকে সোবহানা মোস্তারিকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা, কিন্তু তিনি ৫২ বলে ৩০ রান করে আউট হন। স্বর্ণা আক্তারও (১০) সেট হয়ে ফেরেন।
দলের ব্যাটিং ধসের মুখে একাই লড়েছেন সোবহানা মোস্তারী। তাকে সঙ্গ দেয়া ৩৬ বলে ৫ রান করে আউট হন রিতু মনি। মোস্তারী দলকে দেড়শ পার করে দিয়ে ১০৮ বলে ৬০ রানের লড়াকু হাফসেঞ্চুরি করে থামেন। তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাবেয়া খান। মাত্র ২৭ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংসে তিনি বাংলাদেশের সংগ্রহকে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে নিয়ে যান। ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টন ২৪ রানে ৩টি উইকেট শিকার করেন।
বল হাতে ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মারুফা। এমি জোনসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। সাজঘরে ফেরার আগে ৩ বলে ১ রান করেছেন এমি। ইনিংসের সপ্তম ওভারে আবারো ইংলিশ শিবিরে আঘাত হানেন মারুফা। এবার তার শিকার টাম্মি বাউমান্ট। ১৭ বলে ১৩ রান করেছেন তিনি।
প্রথম পাওয়ার প্লে শেষে দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। ফাহিমা-নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের রানের চাকা টেনে ধরে টাইগ্রেসরা। চাপে পড়ে উইকেট হারায় ইংল্যান্ড। নাইটের সঙ্গে নেট স্কাভিয়ার ব্রান্টের জমে উঠা তৃতীয় উইকেট জুটি ভাঙেন ফাহিমা। ৩২ রান করে এই অভিজ্ঞ ব্যাটার সাজ ঘরে ফিরলে বিপাকে পড়ে তার দল।
সোপি ডানকলি, এমা ল্যাম্ব ও আলিস ক্যাপসিদের দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৭৮ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডকে উদ্ধার করেছেন নাইট। এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন তিনি। শেষদিকে চার্লি ডিনকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ১১১ বলে অপরাজিত ৭৯ করেছেন নাইট, আর ডিনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৭ রান। বাংলাদেশের হয়ে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছেন ফাহিমা। এ ছাড়া ২৮ রানে ২ উইকেট পেয়েছেন ফাহিমা, ২৪ রানে সানজিদা আক্তার মেঘলার শিকার একটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০