স্পোর্টস ডেস্ক:: দেশে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। বিশ্বকাপ খেলতে কাতারে এসেছেন ইরানের ফুটবলাররা। বিশ্ব মঞ্চে মাঠে নেমেই তারা ছড়ালেন ‘বিতর্ক’। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাননি ইরানের ফুটবলাররা। কেউই গাননি জাতীয় সঙ্গীত। সরকার বিরোধী বিক্ষোভে একাত্মতা প্রকাশ করতেই তাদের এমন প্রতিবাদ।
আল খলিফা স্টেডিয়ামে যখন ইরানের জাতীয় সঙ্গীত বেজে উঠেছিলো, ইরানি ফুটবলারদের মুখ তখন ছিলো বন্ধ। দলটির অধিনায়ক আলীরেজা জাহান বখশ আগেই জানিয়েছেন, সরকার বিরোধী বিক্ষোভে একাত্মতা প্রকাশ করতে তার দল মাঠে জাতীয় সঙ্গীত গাইবে না। ফিফার নিয়ম রক্ষার্থে জাতীয় সঙ্গীতের সময় কেবল মাঠি দাঁড়িয়েই ছিলো তার দল।
এ ঘটনায় ইরান সরকার বিশ্বকাপ খেলতে আসা দলটির উপর বেশ ক্ষুব্ধ হবে সেটা সহজেই অনুমিত। তবুও বিশ্ব মঞ্চে এসে প্রতিবাদ জানাতে ভুল করেননি দেশটির ফুটবলাররা। যদিও তাদের সঙ্গী হয়েছে বড় হার। ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলের হার দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে।
নিজেদের বড় হারের দিনে ভাগ্যকে পাশে পায়নি ইরান। শক্তির বিচারে এগিয়ে থাকা ইংল্যান্ডের বিপক্ষে ইরান শুরুতেই হারিয়ে ফেলে গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে হারায় দলটি। মাথায় আঘাত নিয়ে ম্যাচের ৮ম মিনিটেই আলিরেজা চলে যান মাঠের বাইরে। দ্বিতীয় গোলরক্ষক পেয়ে রীতিমতো উৎসবে মেতে উঠে ইংল্যান্ড।
আট গোলের ম্যাচটিতে প্রথমার্ধেই এসেছে তিন গোল। দ্বিতীয়ার্ধে এসেছে বাকী পাঁচ গোল। প্রতিপক্ষের দ্বিতীয় গোলরক্ষককে পেয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। তিন গোলের ব্যবধান করে নেয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দু’টি গোল অবশ্য শোধ করেছে ইরান। যার একটি ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি থেকে।
ম্যাচের ৩৫তম মিনিটেই জুড বেলিংহামের গোল লিড নেয় ইংল্যান্ড। ১-০ গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ডকে ৪৩তম মিনিটে ২-০ গোলে এগিয়ে দেন বুকায়ো সাকা। বিরতির আগে স্টারলিং ব্যবধান আরো বাড়িয়ে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে তার গোল ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা।
প্রথমার্ধেই পিছিয়ে পড়া ইরান দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে। তবে সাফল্যের দেখা পাচ্ছিলো না দলটি। ম্যাচের ৬২তম মিনিটে সাকা জোড়া গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ৪-০ গোলে এগিয়ে দেন ইংলিশদের। এরপরই একটি গোল শোধ করে ইরান। ম্যাচের ৬৫তম মিনিটে মেহেদীর গোলে ব্যবধান কমায় দলটি।
তবে পরক্ষণেই আবার ব্যবধান বাড়িয়ে নেয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে বদলী নামা মার্কাস রাশফোর্ড কোচের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের ৭১তম মিনিটে গোল করলে ইংল্যান্ড এগিয়ে যায় ৫-০ গোলে। রাশফোর্ডের পর এবার গোল করেন দ্বিতীয়ার্ধে বদলী নামা জ্যাক গ্রিলিশ। ম্যাচের শেষ সময়ে ৮৯তম মিনিটে ইরানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি। দলকে এগিয়ে দেন ৬-১ গোলে।
শেষ দিকে ইংলিশ ফুটবলাররা বিদজনক সীমানায় ফাউল করলে পেনাল্টি পায় ইরান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)’র সহায়তায় রেফারি পেনাল্টির বাঁশি বাজালে মেহদী তাহমিদ স্পট কিক থেকে ব্যবধান কমান। তার জোড়া গোলে ৬-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইরানের ফুটবলররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00