বিশ্বকাপে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে থাকছেন যারা…

0
71

স্পোর্টস ডেস্ক:: শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আইসিসির সহযোগী সদস্য, প্রথম রাউন্ড পেরিয়ে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে কাল হোবার্টে সকাল ১০টায় মাঠে নামবে টাইগাররা।

টি-২০ বিশ্বকাপের গত আসরের ব্যর্থতা ভুলে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের গত আসরে টাইগাররা সাফল্যের দেখা পায়নি। শুন্য হাতেই ফিরতে হয়েছিলো দেশে। এবার সাকিব আল হাসানের দল চাইবে ভালো করতে। টি-২০ তে যোগ্য দল প্রমাণ করতে।

টি-২০ ফরম্যাটে বাংলাদেশের অবস্থা খুব একটা ভাল নয়। বিশ্বকাপ প্রস্তুুতি এশিয়া কাপ টি-২০তে ভরাডুবি হয়েছে টাইগারদের। তার আগে জিম্বাবুয়ের কাছেও হারতে হয়েছে টি-২০ সিরিজ।

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও টাইগারদের সঙ্গী ছিলো ব্যর্থতা। চার ম্যাচের সক’টিতেই হেরেছে বাংলাদেশ দল। তবে টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরণ শ্রীরাম জানিয়ে ছিলেন, ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা নিরীক্ষা করে তারা বিশ্বকাপের একাদশ টিক করে নিচ্ছেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে আগামিকাল কারা থাকবেন একাদশে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অধিনায়ক জায়গা নিশ্চিত থাকলেও দু’একটি জায়গা নিয়েই যতো গুঞ্জন। ইনিংস উদ্বোধনী সৌম্য-শান্ত নামতে পারেন। এরপরই লিটন, সাকিব, আফিফ, রাব্বি-সোহানদের দেখা যেতে পারে।

বোলিং আক্রমণে দেখা যেতে পারে তাসকিন, মুস্তাফিজ-এবাদতের। সঙ্গে হাসান মাহমুদও থাকতে পারেন প্রথম ম্যাচের একাদশে। অজি কন্ডিশন বিবেচনায় চার পেসার নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা।

যেমন হতে পারে কালকের একাদশ:: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিস হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here