স্পোর্টস ডেস্কঃ ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসর। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে টুর্নামেন্টের। বরাবরের এবারও বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার পারদ উঁচুতে।
তবে আপাতত পা মাটিতেই রাখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুব বেশি প্রত্যাশা করতে মানা করেছেন এই বাঁহাতি তারকা। জানিয়েছেন প্রত্যেক ক্রিকেটারই নিজেদের সেরাটা উজাড় করে দিবে। শতভাগের চেয়ে বেশি দিয়ে খেলবে। তবে সবার মনের মধ্যেই প্রত্যাশা সীমাবদ্ধ রাখতে বলেছেন বাংলাদেশের দলনেতা।
শান্ত বলেন, ‘প্রত্যেক বছরই দেখতে পাই, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা, এটা করব, সেটা করব… এসব নিয়ে অনেক কথা-বার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক। আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চায়। সবাই চায় যে অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, তখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ…দরকার নাই। ফলাফল যখন হবে তখন বোঝা যাবে।’
শান্ত আরও বলেন, ‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবে। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব। কিন্তু আগে থেকে জেতার আশা করছি, এবার একটু বেশি প্রত্যাশা করছি…আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।’
Discussion about this post