বিশ্বকাপে খেলতে পারবেন না কিম্পেম্বে

0
94

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডিফেন্ডার প্রিন্সেল কিম্পেম্বে। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় ২৭ বছর বয়সী ডিফেন্ডার বিশ্বকাপে খেলতে পারছেন না। পিএসজি আগেই জানিয়েছিল, কিম্পেম্বে ডান অ্যাকিলিস টেন্ডনে অস্বস্তি অনুভব করছেন এবং তার চিকিৎসা চলবে।

আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া। আসর শুরুর আগে একাধিক ফুটবলার হারানো ফ্রান্সের জন্য বড় ধাক্কা। কিম্পেম্বের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া প্রসঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিম্পেম্বে বিশ্বকাপে অংশ নিচ্ছেন না। তিনি বিশ্বকাপে খেলার মতো পর্যাপ্ত ফিট হয়েছেন বলে মনে করছেন না। দলের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে এই ডিফেন্ডার ওই সিদ্ধান্ত নিয়েছেন।’

আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। ২০ বছর পর এশিয়ার মাটিতে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। সবশেষ ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করেছিল এ টুর্নামেন্ট। আসর শুরুর আগে কিম্পেম্বের বদলি খেলোয়াড় নিতে পারবেন ফরাসীদের কোচ দিদিয়ের দেশম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here