স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই জন্ম দিচ্ছেন নানান রোমাঞ্চকর ম্যাচ আর ঘটনার। এবার ফের তেমনই এক ম্যাচের সামনে দাঁড়িয়ে সবাই। বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে মুখোমুখি লড়ছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের।
ইতিমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। বাকি রয়েছে আর মাত্র একটি জায়গা। আর সেই জায়গার জন্য লড়াই চলছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের। দুই দলেরই সুযোগ রয়েছে। বৃহস্পতিবার স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচটি অমীমাংসিত থাকলে বা স্কটল্যান্ড জিতলে, সরাসরি তারা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে দুই নম্বরে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে। অপরদিকে নেদারল্যান্ডসকে বিশ্বকাপ খেলতে হলে ম্যাচ জয়ের পাশাপাশি বড় রান রেটের হিসাবও মাথায় রাখতে হবে।
এমন সমীকরণ মাথায় রেখে লড়াইয়ে নেমেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের। বুলাওয়েতে দুই দলের লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রেন্ডন ম্যাকমুলেন। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার ১১০ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৬ রান। এছাড়া ৩ চার ও ২ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক রিচি বেরিংটন।
নেদারল্যান্ডসের হয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান বাস ডি লিড। ১০ ওভারে ৫২ রান খরচায় ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পান।
এই ম্যাচ দিয়ে যদি বিশ্বকাপে খেলার অর্জন করতে চায় নেদারল্যান্ডস, তাহলে বড় চ্যালেঞ্জ নিতে হবে দলটিকে। ৪৪ ওভারে টপকাতে হবে স্কটল্যান্ডের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য। এটি করতে পারলে, বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে থেকে মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ডাচরা। তবে সেটি না করতে পারলে, স্কটিশরা চলে যাবে বিশ্বকাপে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা