স্পোর্টস ডেস্কঃ উরুর ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড করিম বেনজেমা। ফ্রান্স জাতীয় দলের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগমুহূর্তে রিয়াল মাদ্রিদ তারকার ছিটকে পড়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য হতে পারে অনেক বড় ধাক্কা। এর আগে ফ্রান্সের এনগোলো কন্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে এবং ক্রিস্টোফার এনকুকুর বিশ্বকাপও ইনজুরিতে পড়ে শেষ হয়ে গেছে।
কোচ দিদিয়ে দেশম জানান, ‘করিমের জন্য আমার খুব খারাপ লাগছে, এই বিশ্বকাপকে সে বড় লক্ষ্য বানিয়েছিল। ফ্রান্স দলে নতুন এই ধাক্কার পরও, স্কোয়াডের বাকিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তাতে জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
আজ থেকে শুরু হওয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্স তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবেন ওসমান দেম্বেলে-কিলিয়ান এমবাপেরা।
চলতি মৌসুমের শুরু থেকেই চোট ভোগাচ্ছিল বেনজেমাকে। মৌসুমের শুরুতে পড়েছিলেন হাঁটুর চোটে। পরে পায়ের পেশিতে চোট পান তিনি। ফলে বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের সবশেষ চার লা লিগা ম্যাচে খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও তাকে পায়নি স্প্যানিশ জায়ান্টরা।
৩৪ বছর বয়সী বেনজেমা ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল করেছেন। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা ফরাসিদের হয়ে ৩ গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্টও করেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। ২০১৮ বিশ্বকাপে শৃঙ্খলাজনিত কারণে তাকে দলে নেননি দেশাম। ফ্রান্স সে আসরে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০