স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন কুইন্টন ডি কক। বিদায়ের ঘোষণা দেওয়া এই বাঁহাতি ওপেনার ক্যারিয়ারের শেষ বেলা এসে রাঙ্গাচ্ছেন নিজেকে। চলতি বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
পুনেতে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডময় সেঞ্চুরি পেয়েছেন ডি কক। চলতি আসরে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ডে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার (২০১৫ বিশ্বকাপ) পাশে বসলেন তিনি। আর একটি সেঞ্চুরি হলেই ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মার এক আসরে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক আসরে পাঁচশ রানের কীর্তিও গড়েছেন তিনি। এর আগে ২০০৭ আসরে জ্যাক ক্যালিসের ৪৮৫ রান ছিল প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এদিকে দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তিনি পেছনে ছুঁয়ে ফেলেছেন হার্শেল গিবসকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাশিম আমলার। ২৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দুইয়ে থাকা এবিডি ভিলিয়ার্সের সেঞ্চুরি সংখ্যা ২৫টি। আজ গিবসকে ছোঁয়া ডি ককের সেঞ্চুরি দাঁড়িয়েছে ২১টি-তে। জ্যাক ক্যালিসের সেঞ্চুরি আছে ১৭টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০