স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনাল খেলে মরক্কো। দুর্দান্ত খেলে সমর্থকদের হৃদয় জিতে নেয় দলটি। মরক্কোর সাফল্যের অন্যতম কারিগর গোলরক্ষক ইয়াসিন বুনো। সৌদীর প্রো লিগের ক্লাব বিশ্বকাপের দুর্দান্ত এই পারফর্মারকেও নিচ্ছে।
নেইমারের পর আল হিলাল গোলপোস্টের অতন্দ্রী এই প্রহরীকে দলে ভেড়াচ্ছে। ইয়াসিন বুনো ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়াতে খেলছিলেন। ক্লাবটিকে ১৯ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে আল হিলাল এই গোলরক্ষককে নিজেদের করে নিচ্ছে।
সেভিয়া ও আল হিলাল দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে। ইউরোপা লিগের ক্লাবটি ইয়াসিন বুনুকে ছাড়তে সম্মত হয়েছে। নেইমারের ক্লাবটি মরক্কোর এই তারকার সাথে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে।
তবে সেভিয়া বুনুকে ছেড়ে দিতে চাইলেও ইয়াসিন বুনু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। মোটা অঙ্কের বেতনের পাশাপাশি তিনি ব্যক্তিগত বেশ কিছু সুযোগ-সুবিধা চেয়েছেন। সেগুলো নিয়েই আল হিলালের সঙ্গে দরকষাকষি চলছে ইয়াসিন বুনোর। তবে প্রো লিগের ক্লাবটি যে করেই হোক এই গোলরক্ষক দলে চায়। সেজন্য তার সব দাবি মেনে শীঘ্রই চুক্তি সেরে ফেলবে।
দলবদল বিষয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সেভিয়া বুনুকে ছাড়তে সম্মত হয়েছে। গত রাতেই সেটি আল হিলালকে জানানো হয়েছে। এই গোলরক্ষকও মৌন সম্মতি দিয়েছেন। এবার তার চাওয়াগুলো পূরণ হলেই তিনি ইউরোপ ছেড়ে সৌদীতে পাড়ি জমাবেন।
তবে সেজন্য আল হিলালকে আরেকটু অপেক্ষা করতে হবে। ইয়াসিন বুনো সেভিয়ার হয়ে সুপার কাপের ফাইনাল খেলেই ছাড়তে চান ইউরো। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে সুপার কাপের ফাইনাল শেষেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০