স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা দলে আদৌ জায়গা হবে কি না, সেটা বুঝতে পারছেন না আনহেল ডি মারিয়া। অথচ গত কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসিরা।
এরপর চলতি মাসের শুরুর দিকে ফাইনালিসিমা খ্যাত ইতালির বিপক্ষেও আর্জেন্টিনার অন্যতম ভরসার প্রতীক ছিলেন ডি মারিয়া। এই ফুটবলারের পা থেকে এসেছিল দলের দ্বিতীয় গোলটি।
টিনঅ্যান্ডটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘বিশ্বকাপের চার মাস আগে নতুন ক্লাবে যোগ দিয়ে ফর্ম ধরে রাখা, উন্নতি করা; এগুলো ঠিকঠাক করতে পারব কি না, এখনো জানি না।’
ডি মারিয়া আরো বলেন, ‘বিশ্বকাপে দলে কারওর জায়গা যদি পাকা হয়ে থাকে, সেটা লিওনেল মেসি। ও-ই একমাত্র খেলোয়াড়, যার বিশ্বকাপ দলে জায়গা পাকা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০