স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হারল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা টাইগাররা টানা দ্বিতীয় হারের লজ্জা পেয়েছে আজ। চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২৪৫ রানের বেশি করতে পারে নি সাকিব আল হাসানের দল। রান তাড়ায় অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।
শুক্রবার বাংলাদেশের করা ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিন রবীন্দ্রকে হারায় নিউজিল্যান্ড। এরপরই অবশ্য জুটি গড়েন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। দুজনের জমে ওঠা জুটি ভাঙেন সাকিব। এরপর আরেকটু জুটিতে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন মিচেল-উলিয়ামসন। দুজনই আজ পেয়েছে ফিফটির দেখা। চোট কাটিয়ে ফেরা কিউই অধিনায়ক ছিলেন সেঞ্চুরির পথে।
মাঝে চোট পেয়ে মাঠ ছেড়েছেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপসকে নিয়ে বাকি কাজটি সেরেছেন ৮৯ রান করা মিচেল। ফিলিপস করে ১১ বলে ১৬ রান। ১১ রানের জন্য সেঞ্চুরি মিস করা মিচেলের ইনিংসটি ছিল ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায়। চোট পেয়ে মাঠ ছাড়া উইলিয়ামসন শুরু থেকে মন্থর ব্যাটিং করলেও ফেরার আগে হাত খোলে ব্যাট করেন। ১০৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন। এর আগে ওপেনার কনওয়ের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৩ চারের মারে ৪৫ রান।
এর আগে শুরুতেই বিপদে পড়া বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান করে। একাদশে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ৪১ রানে। এর আগে ফিফটি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। তিনি ৬৬ রান করেন। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে ৪০ রানের ইনিংস। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। ওপেনার লিটন ম্যাচের প্রথম বলেই ফিরেছেন কোনো রান না করেই। শান্ত ৭ রানের বেশি করতে পারেন নি। মেহেদি হাসান মিরাজ করেন ৩০ রান। ব্যর্থ তাওহিদ হৃদয়-তানজিদ তামিমও।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ফার্গুনসন। এছাড়া দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি। বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। আগের ম্যাচগুলোর মতো আজও ব্যর্থ পেসার তাসকিন আহমেদ। ৮ ওভারে ৫৬ রান খরচ করে থেকেছেন উইকেটশূন্য। এছাড়া শরিফুল ইসলাম-মেহেদি হাসান মিরাজও উইকেটের দেখা পেলেন না এদিন।
তিন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ হেরেছে টানা দ্বিতীয় ম্যাচে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে উইলিয়ামসনের দল। বিশ্বকাপে বাংলাদেশকে এ নিয়ে ৬ ম্যাচ খেলে ছয়বারই হারাল নিউজিল্যান্ড। কিউইদের হারানোর অপেক্ষা তাই আরেকটু বাড়ল বাংলাদেশের। ২০১৫, ২০১৯ বিশ্বকাপের পর এবারও টাইগারদের হারাল তাসমান সাগরপাড়ের দেশটি। আজকের ম্যাচে নায়ক পেসার লকি ফার্গুনসন। ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করার সুবাদে তিনি জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post