বিশ্বকাপে তিনবার করে ৫ উইকেট ও সেরার পুরষ্কার প্রাপ্তি শামির

0
151

স্পোর্টস ডেস্কঃ ভারতের রান পাহাড় টপকাতে গিয়ে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোহাম্মদ শামি-মোহাম্মদ সিরাজের বোলিং তোপে বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানে (৫৫) অলআউটের লজ্জায় পড়েছে তারা। ৩০২ রানের রেকর্ডগড়া জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে এটা দ্বিতীয় সর্বোচ্চ জয়।

মাত্র ১৮ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন শামি। এর সৌজন্যে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় জাভাগাল শ্রীনাথ এবং জহির খানকে ছাড়িয়ে গেলেন তিনি। সাবেক দুই পেসারের সংগ্রহেই ছিল ৪৪ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শামির উইকেট ছিল ৪০টি। এরপর নিজের স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন শামি।

এদিকে বৈশ্বিক টুর্নামেন্টে শামির এটি তৃতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি আসরে নিজের প্রথম ম্যাচেও ৫ উইকেট নিয়ে পান এই পুরস্কার। প্রথমবার পান ২০১৫ সালে উইন্ডিজের বিপক্ষে। বিশ্বকাপে শামির তৃতীয় ৫ উইকেট এটি। গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি প্রথম নেন ৫ উইকেট। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ উইকেটের রেকর্ডে মিচেল স্টার্কের পাশে বসলেন তিনি। আর কোনো বোলারের দুইবারের বেশি নেই ৫ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here