স্পোর্টস ডেস্কঃ ২০ বছর পর এই প্রথম বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ভারত। এর আগে ২০০৩ আসরে কিউইদের হারিয়েছিল তারা। রোববার ৪ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। ধর্মশালায় ডারিল মিচেল-টম লাথামদের করা ২৭৩ রানের জবাবে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন বিরাট কোহলি। আসরে টানা পাঁচ জয় পেয়ে যায় ভারত।
৫ উইকেট নিয়ে ফেরার ম্যাচ রাঙিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দুই দলের লড়াইয়ে গড়ে দিয়েছেন ব্যবধান। তবে তাঁর সুযোগ সহসা মেলে নি। বাংলাদেশ ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোটে পড়েছিলেন। ফলে একাদশে ডাক পড়ে শামির। আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন ডানহাতি এই পেসার।
৫৪ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শামি। ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট পেলেন শামি, বিশ্বকাপে দ্বিতীয়বার। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন প্রথমবার। তারকা এই পেসারের জ্বলে ওঠার দিনে দারুণ খেলেছেন বিরাট কোহলি। টানা দ্বিতীয় সেঞ্চুরির কাছে গিয়েও ১০৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৫ রানে আউট হন তিনি।
Discussion about this post