স্পোর্টস ডেস্কঃ বিশ্ব রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই ব্যাটার আজ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে এই রেকর্ড স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। দিল্লিতে মাত্র ৪০ বলে সেঞ্চুরির দেখা পান ম্যাক্সওয়েল। এতে তিনি ছাড়িয়ে গেছেন চলতি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করামকে।
৮ চার ও সমানসংখ্যক ছয়ে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৪৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি।ম্যাক্সওয়েলের আগে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল মার্করামের। শ্রীলঙ্কার বিপক্ষে ক’দিন আগেই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। এবার তাদেরকে ছাড়িয়ে গেলেন ম্যাক্সওয়েল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ডেভিড ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৩৯৯ রানের পাহাড় গড়েছে অজিরা।
বিশ্বকাপের এবারের আসরেই দেখা গিয়েছিল দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো কেবল ১৮ দিন।এই নিয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়বার নিজের নাম লিখিয়েছেন ম্যাক্সওয়েল। এর আগে ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে সিডনিতে ৫১ বলে ১০২ রান করেছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post