বিশ্বকাপে পরিবর্তন হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি!

0
69

স্পোর্টস ডেস্কঃ আগামী ওয়ানডে বিশ্বকাপে সূচি নিয়ে নতুন করে বিপাকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশেষ কারণে বিশ্বকাপের আয়োজক ভারতের ক্রিকেট বোর্ডকে এবার পাল্টাতে হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তানের ম্যাচ।

আনুষ্ঠানিকভাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি আগেই প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরাবরের মতো বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

১ লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে আগামী ১৫ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি। আইসিসির ঘোষিত সূচি দিয়ে চূড়ান্ত হয়েছে এই ম্যাচের সবকিছু। তবে সেই ম্যাচ এবার এগিয়ে আসতে পারে, এমনটাই দাবি করেছে ইএসপিএন ক্রিকইনফো।

মূলত ১৫ অক্টোবর সনাতন ধর্মাম্বলীদের নভোরাত্রি উৎসবের প্রথম দিন। আহমেদাবাদের স্থানীয় পুলিশ বিসিসিআইকে জানিয়েছে, এমন উৎসবমুখর একটি দিনে এত বড় ম্যাচে ক্রিকেটারদের এবং স্টেডিয়াম এলাকায় আলাদাভাবে নিরাপত্তা দেয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। যার জন্যই সূচি পরিবর্তনের আলোচনা এসেছে।

বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে বিসিসিআইও। ইতিমধ্যেই তারা আইসিসিকে বিষয়টি অবহিত করেছে। এর করণীয় ঠিক করতে কাজ করছে দুই পক্ষই। খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সূচি পরিবর্তন করা সহজও নয়। কেননা আগের দিন ১৪ অক্টোবর, শনিবার দুটি ম্যাচ রয়েছে। একটি ম্যাচে দিল্লিতে মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান। অপর ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগের দুটি ম্যাচ থাকায় তৃতীয় ম্যাচ আয়োজন করা এক প্রকার অসম্ভব। এর বাইরে ভারত-পাকিস্তান ম্যাচের আলাদা বাণিজ্যিক বিষয় রয়েছে। দর্শকদের চাহিদা বিবেচনায় ম্যাচটি রোববার রাখা হয়েছে। সব মিলিয়ে সূচি পরিবর্তন করাও সহজ হবে না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here