স্পোর্টস ডেস্কঃ আগামী ওয়ানডে বিশ্বকাপে সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশেষ কারণে পাল্টাতে হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তানের মতো ম্যাচও।
আনুষ্ঠানিকভাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি আগেই প্রকাশ করেছে। বরাবরের মতো বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
১ লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে আগামী ১৫ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি। আইসিসির ঘোষিত সূচি দিয়ে চূড়ান্ত হয়েছে এই ম্যাচের সবকিছু। সেই ম্যাচ এগিয়ে আসতে পারে, কিছুদিন আগেই জানা যায়।
মূলত ১৫ অক্টোবর সনাতন ধর্মাম্বলীদের নভোরাত্রি উৎসবের প্রথম দিন। আহমেদাবাদের স্থানীয় পুলিশ বিসিসিআইকে জানিয়েছে, এমন উৎসবমুখর একটি দিনে এত বড় ম্যাচে ক্রিকেটারদের এবং স্টেডিয়াম এলাকায় আলাদাভাবে নিরাপত্তা দেয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। যার জন্যই সূচি পরিবর্তনের আলোচনা এসেছে।
বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে বিসিসিআইও। তারা আইসিসিকে বিষয়টি অবহিত করেছে। এর করণীয় ঠিক করতে কাজ করছিল দুই পক্ষই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পৌঁছেছে তারা। ম্যাচটির ভেন্যু একই থাকলেও, একদিন এগিয়ে আনা হয়েছে সূচি। ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে আগের দিন ১৪ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ম্যাচের কারণে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ছিল ১২ অক্টোবর। ওই দিন ম্যাচ খেলে আবার ১৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ খেলা পাকিস্তানের জন্য সম্ভব নয়। সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এগিয়ে আনা হচ্ছে ১০ অক্টোবর। দুই ম্যাচের সূচিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাজি হয়েছে।
এদিকে আগে থেকে ১৪ অক্টোবর, শনিবার দুটি ম্যাচ রয়েছে। একটি ম্যাচে দিল্লিতে মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান। অপর ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগের দুটি ম্যাচের সঙ্গে ভারত ও পাকিস্তানের লড়াইও যোগ হয়েছে। এক দিনে তিন ম্যাচ আয়োজন করা অসম্ভব।
এর বাইরে ভারত-পাকিস্তান ম্যাচের আলাদা বাণিজ্যিক বিষয় রয়েছে। দর্শকদের চাহিদা তুঙ্গে থাকে ম্যাচকে ঘিরে। যার ফলে বাকি দুই ম্যাচে সমস্যায় পড়বে। এর জন্য ১৪ অক্টোবরের ম্যাচ দুটি এক দিন এগিয়ে এনে ১৩ অক্টোবর, শুক্রবার আয়োজন করা হতে পারে। খুব শীঘ্রই পরিবর্তিত সূচি ঘোষণা করবে আইসিসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post