স্পোর্টস ডেস্ক:: অবশেষে বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ মিললো বাংলাদেশী আম্পায়ারের। আগামি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই তালিকায় আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।
এর আগে বাংলাদেশের কোনো আম্পায়ার ছেলেদর বিশ্বকাপে সুযোগ পাননি। সৈকতই প্রথম বাংলাদেশ থেকে সুযোগ পেলেন বিশ্বকাপের বড় মঞ্চে। আফগানিস্তান-পাকিস্তান সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আইসিস বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আম্পায়ারদের এলিট প্যানেলের বাইরে থেকে মাত্র ৪জনকে সুযোগ দিয়েছে। তাদেরই একজন সৈকত। এলিট প্যানেলের বাইরে থেকে সৈকত ছাড়াও সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস বাউন, অস্ট্রেলিয়াল পল উইলসন ও ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ।
এলিট প্যানেলের আম্পায়ার নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি, দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, ভারতের নিতিন মেনন, ইংল্যান্ডের মাইকেল গুহ, রিচার্ড ইলিংওথ ও রিচার্ড কেটেলবার, ওয়েস্টইন্ডিজের জোয়েল উইলসন, অস্ট্রেলিয়ার রোড টাকার, দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও পাকিস্তানের আহসান রাজা বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসির ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন, জিম্বাবুয়ের এন্ডি ক্রাইফট ও ভারতের জাভাগাল শ্রীনাথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post