স্পোর্টস ডেস্কঃ আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে পোল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও সৌদি আরব। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোলিশরা মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা দলের বিপক্ষে। রাস আবু আবুদে আগামী ১ ডিসেম্বর হবে এই ম্যাচ।
২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ত লেভানডফস্কি। তবে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি ২০১৮ সালে। কারণ ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পোলিশরা। রাশিয়ায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে অবশ্য আলো ছড়াতে পারেননি লেভা। জালের দেখা পাননি একবারও। তবে কাতারে এবার গোল করে নিজের স্বপ্নপূরণ করতে চান এই বার্সেলোনা ফরোয়ার্ড।
বিবিসি রেডিও-৫ লাইভের সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপে গোল করা প্রসঙ্গে লেভানডফস্কি বলেছেন, ‘বিশ্বকাপে গোল করতে পারলে বড় একটা স্বপ্নপূরণ হবে এবং আমি এই স্বপ্নের জন্য সবকিছু করতে যাচ্ছি। আশা করি, এই বিশ্বকাপে গোল পাব।’
এদিকে লেভানডফস্কি আগেই জানান, বিশ্বকাপে প্রতিটি ম্যাচ কঠিন হবে। তিনি বলেন, ‘বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে অনেক বড় চ্যালেঞ্জ দেখছি এবং এটা খুব কঠিন একটা গ্রুপ আমাদের জন্য। আমাদের জন্য প্রতিটি ম্যাচ কঠিন হবে। বিশ্বকাপে নিজেদের খেলার ধরন নিয়ে স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি।’
২০২২ বিশ্বকাপসহ পোল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে নবমবারের মতো। বিগত ৮টি আসরে পোলিশরা ৩৪টি ম্যাচ খেলেছে। যেখানে ১৬টি ম্যাচে জয়লাভ করেছে, ৫টিতে ড্র এবং ১৩টিতে হেরেছে। গোল করেছে ৪৬টি এবং গোল হজম করেছে ৪৫টি। ১৯৭৪ এবং ১৯৮২ বিশ্বকাপে তারা ৩য় হয়েছিল, কিন্তু পরবর্তীতে ২০০২, ২০০৬ এবং ২০১৮ বিশ্বকাপের ১ম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০