স্পোর্টস ডেস্কঃ সময়টা দারুণ যাচ্ছে সুনীল নারাইনের। ব্যাট-বল হাতে পারফর্ম করছেন এই ক্যারিবিয়ান তারকা। চলমান আইপিএলে তো উড়ন্ত সময় কাটছে নারাইনের। ব্যাট হাতে ১৭৬.৫৪ স্ট্রাইক রেটে ৭ ইনিংসে করেছেন ২৮৬ রান। কলকাতার হয়ে যা কি-না সর্বোচ্চ। আর বল হাতে ৭.১০ ইকোনোমি রেটে কেকেআরের হয়ে যৌথ সর্বোচ্চভাবে শিকার করেছেন ৯ উইকেট।
এমন ফর্মের কারণে সব মিলিয়ে আবারও তার জাতীয় দলে ফেরার আলোচনা উঠে। কারণ ঘরের মাঠে কিছুদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই আসরে নারাইনকে চায় টিম ম্যানেজম্যান্ট। আইপিএল চলাকালীনই কিছুদিন আগেই ক্যারিবিয়ানদের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল জানিয়েছেন, গেল ১ বছর ধরেই নারাইনকে নানাভাবে দলে ফেরার জন্য বুঝানোর চেষ্টা করছেন তিনি। তবে কারও কথাই কানে তুলছেন না এই ক্রিকেটার। পোলার্ড, ব্রাভো, পুরানসহ তার ঘনিষ্ঠ সবাইকে দিয়ে চেষ্টা করিয়েও লাভ হচ্ছে না।
তবুও হাল ছাড়ছেন না পাওয়েল। তবে সেই হাল এবার ছেড়ে দিতেই হচ্ছে পাওয়েলকে। কারণ, নারাইনকে ফেরানোর সব দরজাই বন্ধ হয়ে গেছে। আর সেটা জানিয়েছেন খোদ নারাইন নিজে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নারাইন বলেন, ‘আমার পারফরম্যান্স দেখে অনেকেই অবসর ভেঙে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলার কথা বলেছেন। আমার খুবই ভালো লেগেছে এটাতে। তবে আমি আমার সিদ্ধান্তে অনড় রয়েছি। কখনো কাউকে হতাশ করতে না চাইলেও বলছি, দরজাটা বন্ধই (জাতীয় দলে ফিরে আসার) আছে। জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা প্রতিনিধিত্ব করবে, আমি তাদের সমর্থন জুগিয়ে যাব।’
নারাইন গেল বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছিলেন অবসর। সবশেষ ২০১৯ সালে টি-টোয়েন্টি, ২০১৬ সালে ওয়ানডে ও ২০১৩ সালে টেস্ট ম্যাচ খেলেছেন নারাইন। অথচ দুনিয়াজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন এই তারকা। একজন স্পিন বোলার থেকে রীতিমতো অলরাউন্ডার বনে গেছেন। বল হাতে জাদু তো দেখাচ্ছেনই, সঙ্গে ব্যাট হাতেও নজর কাড়ছেন। টি-টোয়েন্টিতে নামের পাশে ৫০৫ ম্যাচে ৫৪৪ উইকেট আর ৪ হাজারের বেশি রান। একাধিক রেকর্ডও আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post