স্পোর্টস ডেস্ক:: বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে আরো এক বিদেশী। বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশকে প্রায় হারিয়ে দিচ্ছিলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার কলিন অ্যাকারম্যান। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৯ রানে। পেয়েছে স্বস্তির এক জয়।
বাংলাদেশের করা ১৪৪ রানের জবাবে নেদারল্যান্ডস লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলছিলো। ব্যাট হাতে ছয় চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৬২ রান করে ছিলেন কলিন অ্যাকারম্যান। বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে এই ডাচ ব্যাটারকে।
ডাচদের হয়ে ওয়ানডে ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কলিন। ১৯ টি-২০ ম্যাচে তার সংগ্রহ ৩৯৬ রান। ক্যারিয়ার সেরা সংগ্রহ বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে ওই ৬২ রান। ১৩ ইনিংসে বল করেছেন। শিকার করেছেন ৭টি উইকেট। জাতীয় দলের হয়ে খেলেছেন ৪টি ওয়ানডেও।
এর আগে সিলেট স্ট্রাইকার্স বিদেশী ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়ে পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্ডু মেন্ডিস, থিসারা পেরেরাদের। এবার দলে ভেড়ালো আরেক বিদেশীকে।
বিপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজি ‘আইকন’ ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিপিএলেরও সফল কাপ্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০