নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব দীর্ঘদিন থেকে পালন করছেন নাফিস ইকবাল। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও ম্যানেজার হিসেবে টাইগারদের সাথে যাওয়ার কথা ছিল তার। তবে অধিনায়ক সাকিব আল হাসান সাবেক এই ওপেনারকে ম্যানেজার হিসেবে চান না। তাই বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হচ্ছে না তামিম ইকবালের বড় ভাই নাফিসের।
নাফিসের জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাবিদ ইমাম। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাবিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করছেন। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করবেন তিনি। এর আগেও দলের টিম ম্যানেজারের ভূমিকায় ছিলেন তিনি।
এর আগে মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশের দলের সাথে ছিলেন নাফিস। তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধ হওয়ায় হঠাৎ করে ড্রেসিং রুম ছেড়ে যান তিনি। এভাবে দল ছেড়ে যাওয়ায় লজিস্টিক ম্যানেজারের চাকরি হারাতে পারেন সাবেক এই ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post