বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম

0
117

স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার হলেন শ্রীধরন শ্রীরাম। এর আগেও তিনি এই পদে কাজ করেছেন। এবার তাঁকে আবার ফেরানো হয়েছে একই পদে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে ছিলেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। এবার নিজ দেশেও শ্রীরাম থাকবেন টাইগারদের সাথে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গৌহাটিতে বিশ্বকাপের একদম প্রস্তুতি ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন শ্রীরাম। আসর শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২৭ সেপ্টেম্বর গৌহাটি যাবেন সাকিব আল হাসানরা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এরপর মূল লড়াইয়ে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে শ্রীরাম সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে দলের পরামর্শক ছিলেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টিও বিশ্বকাপে একই ভূমিকায় ছিলেন তিনি। এছাড়া ২০১৮ থেকে ২০২২ সালে অস্ট্রেলিয়ার সহকারি কোচ হিসেবে কাজ করেছেন শ্রীরাম। ২০১৫-২০১৮ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক হিসেবে কাজ করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

জাতীয় দলের পাশাপাশি শ্রীরাম আইপিএলেও কাজ করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি লখনৌ সুপারজায়ান্টসের সহকারী কোচ হিসেবে আছেন। ২০২৪ সালের আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিটি অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে প্রধান কোচ করেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here