স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ নিয়ে ‘কঠিন’ সমস্যায় পড়তে হচ্ছে আইসিসিকে। পাকিস্তান সরকার ভারতের মাটিতে তাদের দলকে পাঠাতে চায় না। এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যেতে রাজি হয়নি, তাদের ম্যাচগুলো তাই শ্রীলঙ্কায় আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে।
পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, ভারত যেহেতু পাকিস্তানে যেতে রাজি হয়নি, তাদের দলেরও পাকিস্তান সফর নিয়ে ভাবা উচিত। আগে ভারতকে পাকিস্তানে খেলার ব্যাপারে ভাবতে হবে। তা না হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান।
পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি দেশটির সরকারের এমন মনোভাবের কথা জানিয়েছেন। এতে করে বেশ বেকায়দায় পড়তে হবে আইসিসিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপ খেলতে ভারত সফরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি চাওয়ার পরপরই ক্রীড়ামন্ত্রী এমন কথা জানিয়েছেন।
ক্রীড়ামন্ত্রী মাজারি সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রণালয়ের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ ভেন্যুর দাবিতে অনড় থাকে, তাহলে বিশ্বকাপ নিয়ে পাকিস্তানও সমান সুবিধা দাবি করতে পারে।’
আহমেদাবাদে ম্যাচ নিয়ে মাজারি বলেন, ‘প্রথম যখন শুনলাম ভারতের সঙ্গে আহমেদাবাদে খেলতে হবে, তখন মনে মনে হেসেছিলাম। নিজেকে বলেছিলাম, আমাদের ভারতে না যাওয়াটাই নিশ্চিত করা হচ্ছে।’
পাকিস্তান সফরে ভারতের ইতিবাচক সাড়া আগে প্রয়োজন জানিয়ে তিনি আরো বলেন ‘আহমেদাবাদ কোনও বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। সবই সম্ভব; কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা। পিসিবি চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকায় গেছেন। আগে দেখি তিনি ফিরে এসে কী জানান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post