স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৬ মাস আগেই সূচি জানিয়ে দিয়েছে আইসিসি। গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে।
‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। অন্যদিকে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান নিউইয়র্কের এইসেনহাওয়ার পার্কে খেলবে। এই ম্যাচটি মাঠে গড়াবে ৯ জুন। শুক্রবার টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নিশ্চিত করেছে এই তথ্য। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। এদের ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, যেখানে আছে ৫টি করে দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২ দল যাবে সুপার এইট পর্বে- সেখানে থাকবে দুটি গ্রুপ।
একটি গ্রুপে খেলবে ‘এ ১’, ‘বি ২’, ‘সি ১’ ও ‘ডি ২।’ আরেকটি গ্রুপে থাকবে ‘এ ২’, ‘বি ১’, ‘সি ২’ ও ‘ডি ১।’ এই পর্ব চলবে ২৯ থেকে ২৪ জুন পর্যন্ত। দুটি গ্রুপের সেরা দুটি করে দল যাবে সেমি-ফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের ছয় ও যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু মিলিয়ে হবে ৫৫টি ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্র:
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post