স্পোর্টস ডেস্কঃ মুখ খুলেছেন তামিম ইকবাল। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া এই ক্রিকেটার বুধবার বিকেলে এক ভিডিও বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি জানান, বিশ্বকাপে তাঁকে মিডল অর্ডারে ব্যাট করার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিম বলেন, ‘বিশ্বকাপে মিডল অর্ডারে ব্যাট করতে বলেছিল বিসিবি, ১৭ বছর ধরে ওপেনিং করছি। এটা মেনে নেয়া সম্ভব হয়নি। আমি ক্যারিয়ারে ৩ নম্বর পজিশনেও ব্যাট করি নাই। বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’ আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, ‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা তামিম বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের (দ্বিতীয় ওয়ানডে) পর মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ ম্যাচের যত বিষয় সব ভুলে গিয়েছিলাম। ম্যাচ শেষে আমার ইনজুরির অবস্থা ফিজিওকে জানাই। তখন ড্রেসিংরুমে নির্বাচকরা আসেন। আমি তাদের বলেছিলাম, আমার অবস্থা সামনে এমনই থাকবে। আমাকে দলে রাখলে বিষয়টি মাথায় রাখবেন।’
‘হোটেলে যাওয়ার পর আমাকে ফিজিও পর্যবেক্ষণ করেন। ফিজিও’র রিপোর্টে ছিল প্রথম ম্যাচের পরে আমার ব্যথার অবস্থা কী, দ্বিতীয় ম্যাচের পর কী হয়েছে। সেক্ষেত্রে ২৬ তারিখের (নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ) ম্যাচের দিন অবস্থা কেমন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, খেলার জন্য আমি প্রস্তুত। তবে আমাকে বলা হয়েছিল আমি রেস্ট নিতেও পারি’- যোগ করেন তামিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০