স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে এখন ব্যস্ত আছেন সাকিব আল হাসান। গল টাইটান্সের হয়ে আসর মাতাচ্ছেন এই বাংলাদেশি সুপারস্টার। এলপিএলে খেলার সময়ই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব পান সাকিব। তামিম ইকবালের ছেড়ে দেওয়া জায়গা নেন এই বাঁহাতি তারকা।
অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবার টিভি ক্যামেরার সামনে হাজির হয়েছে সাকিব। এলপিএলে ম্যাচ চলাকালীন এক প্রেজেন্টারের ইন্টারভিউতে অংশ নেন তিনি। সেখানে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে। নেতৃত্ব পাওয়া প্রসঙ্গে জানিয়েছেন, এটা নতুন কিছু নয় তার কাছে।
সাকিব কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ নিয়েও। ভারতের হতে যাওয়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এই তারকা দেখাতে চান, বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে কতটা ভালো দল। নিজেদের উন্নতি দেখিয়ে দিতে চান এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব।
সাকিব বলেন, ‘আসলে এটা আমার জন্য নতুন কিছু না। আমাদের দলের জন্য একটা চ্যালেঞ্জ এটা দেখানোর জন্য যে, গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি। আমাদের জন্য দারুণ সুযোগ বিশ্বকাপে ভালো করার। আমরা অনেক ভালো দল, সাদা বলের সংস্করণে অসাধারণ খেলছি। এখন সবাইকে দেখানো সময়, আমরা কতটা ভালো দল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা