স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের কল্যাণে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম ৫ ওভারে দুজন মন্থর খেললেও পরে ব্যাট হাতে ঝড় তুলেছেন দুজনেই। কিন্তু তামিম আউট হতেই যেন বাংলাদেশ মিইয়ে যায়। রান তোলার সেই ভাটা পরে আর ঠিক করতে পারেনি ব্যাটাররা। অনেক আশা জাগিয়েও টাইগারদের ইনিংস থেমে যায় ২৫৬ রানে।
৪১ বলে নিজের ফিফটি তুলে নেন তানজিদ। ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। কুলদীপ যাদবের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনি। ৪৩ বলে ৫১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫ চার ও ৩ ছক্কায় সাজান তানজিদ তাঁর এই ইনিংস। আরেক ওপেনার লিটন ৬২ বলে ফিফটি হাঁকান। অবশ্য পঞ্চাশোর্ধ ইনিংসটিকে আর বেশিদূর নিয়ে যেতে পারেন নি তিনি। ব্যক্তিগত ৬৬ রানে থামতে হয়েছে তাকে। ৮২ বলে ৭ চারে এই ইনিংস সাজান লিটন।
ব্যাটিং সহায়ক উইকেটে ১৫তম ওভারে এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৯৩। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েন লিটন-তানজিদ জুটি। ওয়ানডে বিশ্বকাপে প্রথম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। ১৯৯৯ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ৬৯ রানের জুটি গড়েছিলেন মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেন। বোলারদের নৈপুণ্যে ম্যাচটি ৬২ রানে জিতেছিল বাংলাদেশ।
Discussion about this post